জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেম নাটকীয়তার পর একেবারে আড়ালে চলে যান উঠতি মডেল নাজনিন আক্তার হ্যাপি।
এরপর ধর্মচর্চায় মনোযোগ দিয়েছেন বলে জানিয়ে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার জানা গেল আরেক খবর। পরিবারের লোকজন উপস্থিত থাকলেও অনেকটা গোপনে বিয়ে করলেন আলোচিত এ মডেল।
রাজধানীর রূপনগর আবাসিক এলাকার নিজ বাসায় ১৭ অক্টোবর রাত ৯টার দিকে পারিবারিকভাবেই বিয়ে হয় তার।
একেবারে ঘরোয়া আয়োজনেই এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হ্যাপির এক প্রতিবেশী।
হ্যাপির বর একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে হ্যাপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এরপর হ্যাপির মায়ের নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন হ্যাপির ছোট বোন শারমিন পপি।
তার কাছে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। বরের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন আর কিছু বলতে পারব না। যা বলার পরে আপু বলবেন।’
এদিকে বিয়ের সংবাদের কিছুদিন পর হ্যাপি জানায়, ‘আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই ? আমার Husband কোনো মাদ্রাসার শিক্ষক বা আলেম নন। তিনি একটি University তে শিক্ষকতা করেন। তবে তার আলেম হওয়ারও ইচ্ছা আছে।ইনশাআল্লাহ আগামী রমজানে আমার বরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবো’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur