সারাদেশ

বিয়েবাড়িতে হিজড়াদের চাঁদা দাবি, এক হিজড়াকে পিটিয়ে হত্যা

নোয়াখালী করেসপন্ডেন্ট :

বিয়েবাড়িতে গিয়ে চাঁদা দাবি করায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে পাটাওয়ারী মিয়ার বাড়িতে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজু বলেন, দীর্ঘদিন ধরে হিজড়ারা বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে হামলা-ভাঙচুর করত তারা। ওইদিন দুপুরে পাটাওয়ারী মিয়ার বাড়িতে গিয়ে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হিজড়ারা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। পরে বিয়েবাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে হিজড়াদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় লাকী আক্তার নামে এক হিজড়া নিহত হন। আহত হন ছয়জন।

আহতরা হলেন- সোনালী (২৪), সোহাগী (২৮), চুমকি, (২২) মল্লিকা, (২৫) জাহাঙ্গীর (২২) ও মনোয়ারা (২৬)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাহেদুর রহমান।

 

আপডেট :   বাংলাদেশ সময় : ০৯:০৫ অপরাহ্ন, ২৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ১২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share