আজ ১২ ডিসেম্বর। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির পঞ্চম বিয়ে বার্ষিকী।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের। এরপর কিছুদিন চলে তাদের প্রেমের সম্পর্ক। ২০১২ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৫ সালে বিশ্বের আকর্ষণীয় ক্রিকেট দম্পতির তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশের এই সুপার কাপল।
একই বছর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। আর শিশিরের বাড়ি নারায়ণগঞ্জে। তবে তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন শিশির। এদিকে, মঙ্গলবার বিপিএলের ফাইনালে মাশরাফি-বিন-মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ঢাকা ডাইনামাইটস।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur