চাঁদপুর

বিড়ি শিল্প রক্ষায় চাঁদপুরে মানববন্ধন

বিড়ি শিল্পের উপর ১৯৫ পার্সেন প্রস্তাবিত কর চলতি বাজেট অধিবেশনে তা প্রত্যাহারের দাবিতে বিড়ি শিল্প রক্ষায় চাঁদপুরে বিড়ি শ্রমিক ও কর্মচারী সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা অর্থমন্ত্রী আাবুল মাল আবদুল মুহিতের দেয়া বক্তব্য, দেশ থেকে আগামী দুই বছরের মধ্যে বিড়ি বিদায় করতে চাই ও বিড়ির অস্তিত্ব থাকবে না। এ বক্তব্যের প্রতিবাদে অর্থমন্ত্রীর পদত্যাগসহ তারা বিভিন্ন শ্লোগান তুলে ধরেন। একই সাথে বিড়ির ভ্যাট বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

বিক্ষোভ সমাবেশে বিড়ি শ্রমিক ও কর্মচারী সংগ্রাম পরিষদ চাঁদপুর অঞ্চলের নেতা কামাল হোসেন, ইউনুছ মিয়া, আলমগীর হোসেন, মোশারফ হোসেন ও মাসুদ আলমসহ প্রায় দুই শতাধিক বিড়ি শিল্পের কর্মচারী উপস্থিত ছিলেন।

কবির হোসেন মিজিক
আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ১ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share