Home / চাঁদপুর / বিড়ি শিল্প রক্ষায় চাঁদপুরে মানববন্ধন
বিড়ি শিল্প রক্ষায় চাঁদপুরে মানববন্ধন

বিড়ি শিল্প রক্ষায় চাঁদপুরে মানববন্ধন

বিড়ি শিল্পের উপর ১৯৫ পার্সেন প্রস্তাবিত কর চলতি বাজেট অধিবেশনে তা প্রত্যাহারের দাবিতে বিড়ি শিল্প রক্ষায় চাঁদপুরে বিড়ি শ্রমিক ও কর্মচারী সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা অর্থমন্ত্রী আাবুল মাল আবদুল মুহিতের দেয়া বক্তব্য, দেশ থেকে আগামী দুই বছরের মধ্যে বিড়ি বিদায় করতে চাই ও বিড়ির অস্তিত্ব থাকবে না। এ বক্তব্যের প্রতিবাদে অর্থমন্ত্রীর পদত্যাগসহ তারা বিভিন্ন শ্লোগান তুলে ধরেন। একই সাথে বিড়ির ভ্যাট বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

বিক্ষোভ সমাবেশে বিড়ি শ্রমিক ও কর্মচারী সংগ্রাম পরিষদ চাঁদপুর অঞ্চলের নেতা কামাল হোসেন, ইউনুছ মিয়া, আলমগীর হোসেন, মোশারফ হোসেন ও মাসুদ আলমসহ প্রায় দুই শতাধিক বিড়ি শিল্পের কর্মচারী উপস্থিত ছিলেন।

কবির হোসেন মিজিক
আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ১ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply