Home / সারাদেশ / বিস্ফোরণে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি চূর্ণ-বিচূর্ণ
সড়কে

বিস্ফোরণে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি চূর্ণ-বিচূর্ণ

রাজধানীর নর্থসাউথ রোডের আলুবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত শতাধিক। নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ সময় সদরঘাট থেকে সাভার ও মিরপুরগামী একাধিক বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলে থাকা ওয়াহিদুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।

ওয়াহিদুজ্জামান বলেন, সাভার পরিবহণ নামে একটি বাস সদরঘাট থেকে সাভার যাচ্ছিল। বিস্ফোরণের সময় ওই রাস্তা দিয়ে বাসটি যাচ্ছিল। এর নম্বর ঢাকা মেট্রো গ ১৫-৪৩২৮। বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। ভেতরে প্রায় সবাই আহত হয়েছেন। একই সময় রাস্তার উল্টো পাশে যত গাড়ি ছিল সব ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইমস ডেস্ক/ ৭ মার্চ ২০২৩