দেশে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে ৭৬ % মানুষ : বিসিক
বাংলাদেশের ৭৬ % মানুষ বর্তমানে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে বলে জানিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে রাজধানীর তেজগাঁও-এ বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়।
এ তথ্যের মাধ্যমে দেখা যায়, কোনো দেশের ৯০ % মানুষ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করলে সে দেশ আয়োডিনযুক্ত লবণে স্বয়ংসম্পূর্ণ বলে বিবেচিত হওয়ার যে লক্ষ্যমাত্রা রয়েছে, বাংলাদেশ সেখান থেকে মাত্র ১৪ % দূরে আছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য আয়োডিন অপরিহার্য। ৯০ এর দশকে আয়োডিনের অভাবে গলগণ্ড, অকাল গর্ভপাত ও মানসিক সমস্যাসহ নানান ধরনের রোগ দেখা দিত। পরে আয়োডিন যুক্ত লবণ উৎপাদনের কারণে এ সংকট থেকে উত্তরণ ঘটে।
এরই ধারাবাহিকতায় আয়োডিনজনিত রোগ প্রতিরোধে সরকার ২০২১ সালে ‘আয়োডিনজনিত রোগ প্রতিরোধ আইন’এবং ২০২৪ সালে এর বিধিমালা প্রণয়ন করে।
২২ অক্টোবর ২০২৫
এ জি