Home / সারাদেশ / ৪১তম বিসিএসের পরীক্ষা শুরু : পরীক্ষার্থী ২১ হাজার
public-exam
ফাইল ছবি

৪১তম বিসিএসের পরীক্ষা শুরু : পরীক্ষার্থী ২১ হাজার

বিভিন্ন ক্যাডারের ২১ হাজার ৫৬ জনের ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। আগামি ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা একযোগে ঢাকা,রাজশাহী,চট্টগ্রাম,খুলনা,বরিশাল,সিলেট,রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার ২৮ নভেম্বর ও ১৪ নভেম্বর দেয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত দু’টি বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে পিএসসি।(বাসস) :

বার্তা কক্ষ, ৩০ নভেম্বর ২০২১
এজি