বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন কচুয়ার সোহাগ পাটওয়ারী

৪১-তম বিসিএস’এ শিক্ষা ক্যাডারে (সাধারন শিক্ষা) সুপারিশ প্রাপ্ত হয়েছেন, কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের অধিবাসী মো. সোহাগ হোসেন পাটওয়ারী। তিনি ওই গ্রামের মো. সাহেব আলী পাটওয়ারী’র সুযোগ্য সন্তান।

জানা গেছে, তিনি ২০১০ সালে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১২ সালে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ৪১-তম বিসিএস’এ (সাধারন শিক্ষা) সুপারিশ প্রাপ্ত হন।

এদিকে কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের অধিবাসী, সাবেক মেধাবী শিক্ষার্থী মো. সোহাগ হোসেন পাটওয়ারী ৪১-তম বিসিএস’এ (সাধারন শিক্ষা) সুপারিশ প্রাপ্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ আগস্ট ২০২৩

Share