বিসিএস সহকারী পরিচালক সুপারিশ প্রাপ্ত হলেন মতলব দক্ষিণের মুমু পোদ্দার

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সাবেক আহ্বায়ক, সহযোগী পরিষদের সদস্য মুমু পোদ্দার ৪১তম বিসিএস সহকারী পরিচালক (কৃষি বিপণন) সুপারিশ প্রাপ্ত হয়েছেন। মেধাবী ছাত্রী মুমু পোদ্দারের পিতা প্রয়াত খোকন পোদ্দার। মাতা চম্পা পোদ্দার, পেশায় একজন গৃহীনি। তাঁর নিজ গ্রামের বাড়ি মতলব পৌরসভার বোয়ালিয়া। বর্তমানে মতলব সদরের মতলব বাজারস্থ কলাদীতে বসবাস করছেন। তার বাবা খোকন পোদ্দার মতলব বাজারে কর্ণফুলি স্টুডি’র মালিক ছিলেন। মুমু পোদ্দার কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন এপ্লাস ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও এসএসসিতে এপ্লাস পেয়েছেন। ঢাকাস্থ হরিক্রস কলেজ থেকে এইচএসসিতেও এ-প্লাস পেয়েছেন।

পরবর্তীতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। মুমু পোদ্দার এ ফলাফলের জন্য সকলের কৃতজ্ঞতা, দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। মুমু পোদ্দারের এ সাফল্যের জন্য মতলব সূর্যমুখী কচি কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু,কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারক আহমেদ বাদলসহ মতলবের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ জুলাই ২০২৩

Share