বিষ্ণুপুর মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা হবে: মোস্তফা খান সফরী

চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, চাঁদপুরের রাজনীতিতে বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্য রয়েছে। এই ইউনিয়নের কৃতি সন্তানরা সর্বোচ্চ জনপ্রতিনিধি হিসেবে শুধু এই জেলাতেই নয়, সারা দেশ ও বিশ্বব্যাপী সুনাম ছড়িয়েছে। জনপ্রতিনিধিদের উর্বর মাটি এই ইউনিয়ন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মেঘনার ভাঙ্গন থেকে বিষ্ণুপুর ইউনিয়ন কে রক্ষা করা হবে। তিনি উপস্থিত ইউনিয়নবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও তারেক রহমানের দীঘায়ু ও সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চান।

২১ মার্চ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর বিষ্ণুপুর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্হানীয় ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী এসব কথাগুলো বলেন।

চাঁদপুর জেলার জাসাসের যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান হাজরার সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আকাশ খান জিতুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডঃ আশরাফ হোসেন আশু, অ্যাডঃ মুজিবুর রহমান প্রধানিয়া, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী , সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম জমাদার। সাবেক ছাত্রনেতা বশির পারভেজ।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত, ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জাকির হোসেন খান ও মোস্তফা গাজী।
আলোচনা শেষে উপস্থিত প্রায় ২ হাজার জনগণের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের ও আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন, জাকির খান, লতিফ শেখ, মহসিন বকাউল, সফিক বকাউল, লাভলু বেপারী, মনির তালুকদার, রহমান শেখ, তমিজ হাওলাদার। .ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন।

নিজস্ব প্রতিবেদক, ২২ মার্চ ২০২৫

Share