চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন (সুলতান) ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)
৬ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১টায় রূদক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মুত্যুকালে সুলতান ভূঁইয়ার বয়স হয়েছিলো ৬৩ বছর।
এদিন বাদ এশা চাঁদপুর আউটার স্টেডিয়ামে জানাযা শেষে মুন্সীবাড়ি জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সুলতান ভূঁইয়া মুত্যুকালে স্ত্রী,এক মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুনিগ্রাহি রেখে গেছেন।
এদিকে সুলতান ভূঁইয়ার মুত্যুতে শোক জানিয়েছেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৬ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur