চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় স্কুলের ৩য় তলায় ক্লাসরুমে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল হয়ে গেছে। শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। বর্তমানে শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ভিসন ঘোষণা করেছে। আসুন স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করবো। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়াশুনার বিকল্প নেই। বর্তমান সরকার ৪ কোটি বই বিতরণ করছে। শিক্ষার্থীরা যেনো খেলাধুলা ও পড়াশুনায় মনোনিবেশ করে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কখনো নিজেদের ছোট মনে করবে না। পড়ালেখার মধ্য তোমরা নিজেদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই একদিন এদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা, সহকারী শিক্ষিকা কাজী খোদেজা, মাহবুবা সুলতানা, নার্গিস বেগম, অর্পনা রানী বিশ্বাস, শাহনাজ পারভীন, আছমা আক্তার, মুহাম্মদ আনোয়ার হোসাইন, আবিদা সুলতানা, সুমাইয়া সুলতানা, পপি রানী দাস, নাছির আলমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
বই বিতরণের শুরুতে আবু নঈম পাটওয়ারী দুলালের ৬৮ তম জন্মদিনে শিক্ষক-শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ১ জানুয়ারি ২০২৪