বিষেরবাঁশীর ২৪ বছর পূর্তি উৎসব ও গুণীজন সংবর্ধনা

‎Sunday, ‎03 ‎May, ‎2015  10:18:14 PM

প্রেস বিজ্ঞপ্তি:

অনলাইন নিউজ পোর্টাল বিষেরবাঁশীডটকম ও সাপ্তাহিক বিষেরবাঁশীর ২৪ বছর (দুই যুগ) পূর্তি উৎসব নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার আলোচিত ইউএনও ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আযম, মাইকো ফাইভার গ্রুপের পরিচালক ড. মো: কামরুজ্জামান কাওসার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিষেরবাঁশী সম্পাদক ও প্রকাশক সুভাষ সাহা।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক বলেন, আমার মনে হয় বিষেরবাঁশী সম্পাদকের নেশা সাংবাদিকতা। আর এ কারণেই একজন সফল ব্যবসায়ী হয়েও ২৪ বছর ধরে তিনি একটি জনপ্রিয় পত্রিকা পরিচালনা করে আসছে। সাংবাদিকতা সমাজের দর্পন আর তাই সাংবাদিকরা দেশ, জাতী ও সমাজের অনিয়ম ও অব্যবস্থাপনা তুলে ধরে এর প্রতিকারে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। সিটি নির্বাচন প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয়েছে যার কারণে বিরোধীরা ভোট বর্জন করার পরও এক লাখের বেশি ভোট পেয়েছে। সাংবাদিকরা ভোট বর্জন ও অনিয়ম নিয়েই শুধু লিখেছেন পরের অংশ কিভাবে বিরোধীরা এত ভোট পেল সে বিষয়ে লিখলোনা, আমি আশা করবো সাংবাদিক বন্ধুগণ ভালো এবং মন্দ উভয় বিষয়েই লিখবে যাতে করে দেশ ও জাতী উপকৃত হয়।

মাননীয় সাংসদ এড. হোসনে আরা বাবলী তার বক্তব্যে বলেন, বিষেরবাঁশীর মুক্ত চিন্তার প্রকাশ করে তার স্বকীয়তা বজায় রেখে নারায়ণগঞ্জে নিরপক্ষভাবে সংবাদ পরিবেশন করে আসছে। সুষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে বিষেরবাঁশী নারায়ণগঞ্জে বিশেষ ভূমিকা পালণ করবে বলেআমি আশাবাদ ব্যাক্ত করছি।

জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই তার বক্তব্যে বলেন, বিষেরবাঁশী সম্পাদক সুভাষসাহার টাকার প্রতি অনিহা আছে বলেই সে ভালো সাংবাদিকতা করে থাকে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিক ভাইয়েরা নারায়ণগঞ্জের নানা সমস্যা তুলে ধরবেন তাদের পত্রিকায় এই আশা ব্যক্ত করি। সংবাদ পত্র সৎভূমিকা পালণ করবে আমি আশাবাদ ব্যক্ত করছি।

গাউছুল আযম তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের মানুষ খুব ভালো। আপনি আমি যদি কাজ করি তাহলে এই এলাকাকে মাদক ইভটিজিং মুক্ত করতে পারবো। সকলের সহযোগিতায় সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।

মাইকো ফাইভার গ্রুপের পরিচালক ড. মো: কামরুজ্জামান কাওসার তার বক্তব্যে বলেন, বিষেরবাঁশী শিল্প উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছে বলে আমি মনে করি। বিষেরবাঁশী নারায়ণগঞ্জের সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
বিষেরবাঁশী সম্পাদক সুভাষ সাহা তার বক্তব্যে বলেন, প্রধান অতিথি হিসেবে যিনি আছেন বিচারপতি কাজী এবাদুল হক তাঁর অনুপ্রেরনা আমাকে পথ চলতে সাহস জুগিয়ে চলছে। যারা ভালো কাজ করে তাদের উৎসাহিত করলে তারা ভালো কাজে অনুপ্রেরনা পায়। ভালো মানুষ গুলো তাদের কাজে উৎসাহ পায় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি। সবাই আমাদের পাশে থেকে অনুপ্রেরণা জোগাবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫

Share