চাঁদপুরের হাইমচর চরভৈরবীর গাজীনগরে ধরা পড়েছে মারাত্বক বিষযুক্ত রাসেল ভাইপার বা চন্দ্রবোরা নামের বিষাক্ত সাপ।
স্থানীয়রা পিটিয়ে সাপটিকে মেরে ফেলেছে। এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য জানানো হচ্ছে ।
সাপটিকে দেখে অজগর মনে করে ভুল ভাবতেই পারে যে কেউ আর এইটুকু ভুলেই চলে যেতে পারেএকজন মানুষের জীবন।
এই সাপটি আগে রাজশাহীতে দেখা যেতো।দ্রুত বংশবিস্তার করা এই সাপটি এখন চাঁদপুরে ব্যাপক হারে দেখা মিলছে,সাথে ভোলা, শরীয়তপুর,মাদারীপুরেও এই সাপের দেখা পাওয়া গেছে।
সাপটির নাম রাসেল ভাইপার যেটা বাংলায় বলা হয় চন্দ্রবোড়া। সাপটি দেশের বিষধর সাপগুলোর মধ্যে সবার উপরে থাকবে বলা যেতেই পারে। এটি কামরানোর ৩০-১০০ মিনিটে মধ্যে এভিএস দিতে না পারলে নিশ্চিত মৃত্যু। আবার সুস্থ হওয়ার পরেও শরীরে পচন ধরে মৃত্যুর ও সম্ভাবনা থেকে যায়। বুঝতেই পারছেন কতটা বিষধর।
আফসোসের ব্যাপার হলো দেশের সকল সরকারী হাসপাতালে এন্টিভেনম থাকার কথা থাকলেও কোনো কোনো হাসপাতালে এন্টিভেনম খুজে ও পাবেন না।
সর্বশেষে বলা যায়,সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপের বিষ কোন ওঝা নামাতে পারেনা, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। নিকটস্থ হাসপাতালে নিন দ্রুত।
দেশে ৪/৫ টি সাপ বিষাক্ত যেগুলোর একটি ছোবলে মানুষ মারতে পারে বাকিগুলোর বিষে কিছুই হয়না। ওঝারা সেসব সাপের বিষ নামানোর ভুয়া অভিনয় করে শুধুমাত্র।
করেসপন্ডেট,৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur