ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বিষধর সাপের দংশেনে শিশুর করুণ মৃত্যু

চাঁদপুর ফরিদগঞ্জ বিষধর সাপের দংশনের ৭ বছর বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই রুপসা বাজার এলাকার বুলবুলের ছেলে মিনহাজ।

শিশুটিকে স্থানীয়রা রাত সাড়ে ৮ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত ঘোষণা করে।

শিশু মিনহাজের স্বজনরা জানায়, মিনহাজ বাড়ির রান্না ঘরে থাকা লাকড়ির স্তুুপে হাত দিলে বিষধর সাপ শিশুটিকে দংশন করে। পরে শিশুটির ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুরে প্রেরণের নির্দেশ দেয়। রাত সাড়ে ৮ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ততক্ষণে মিনহাজ না ফেরার দেশে চলে যায়।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রায়হান চাঁদপুর টাইমসকে জানায়, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির সারা শরীরে সাপের বিষ ছড়িয়ে যায় এবং মারা যায়। তখন আমাদের করার কিছুই ছিল না।’

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

: আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Share