Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে বিষধর সাপের দংশনে ব্যবসায়ীর মৃত্যু
black-yello-snake
ডোরাকাটা বিরল প্রজাতির সাপ

মতলব উত্তরে বিষধর সাপের দংশনে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় বিষধর সাপের দংশনে টিপু সুলতান (৩৫) নামের হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে নিশ্চিত করেছে নিহত টিপুর মামা মাইনুদ্দিন।

টিপু উপজেলার সুকন্দী গ্রামের সিরাজ বেপারীর ছেলে। তার ১ ছেলে ও মেয়ে রয়েছে।

নিহতের মামা মাইনুদ্দিন চাঁদপুর টাইমসকে জানায়, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় টিপু সটাকী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের খাবার বিক্রয় শেষে দোকান বন্ধ করতে যায়। তখন দোকানের নিচে দিয়ে একটি বিষধর সাপ ব্যাঙ মুখে করে নিয়ে যাওয়ার সময়, ব্যাঙটি সাপটির মুখ থেকে ছুটে চলে যায়। পরে সাপটি পাশে থাকা টিপুকে ছোবল মারলে, সে সাপে কেটেছে বলে ডাক চিৎকার দিলে পাশবর্তী লোকজন ছুটে আসে।

পরে তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করে। কুমিল্লায় নেওয়ার পথে টিপু মৃত্যুবরণ করে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply