চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হিসাব রক্ষক অফিসে পেনশনসহ বিভিন্ন প্রয়োজনে আগত পেনশনারদের জন্য বিশ্রামাগার, বিনোদন ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব শেখ খুরশীদ আলম।
এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পেনশনকারীরা।
তাঁরা চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলসহ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেন, এনডিসি কাজী মহসীন উজ্জ্বল।
এদিকে সোমবার (৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, ‘দীর্ঘদিন জেলা হিসাব রক্ষক অফিসে পেনশনসহ বিভিন্ন প্রয়োজনে আগত পেনশনারদের দুভোর্গ পোহাতে হতো । বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ফলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আগত পেনশনারদের সুবিধার্থে ওই স্থানে বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।’
করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৯:৫২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬, সোমবার
এইউ