[box type=”download” ]চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনাসভায় পুুলিশ সুপার শামসুন্নাহার[/box]
চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনাসভা বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এজন মানুষ শুধু মাত্র অসুস্থ্ হলেই চিকিৎসকের কাছে যাবেন এটা ঠিক নয়। অসুস্থতা ছাড়াও চিকিৎসকের কাছে গিয়ে আমাদের সুস্থ্ থাকার পরামর্শ নেয়া উচিত। সুস্থ থাকার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। খাওয়া দাওয়া এবং শরীর স্বাস্থ্যের ব্যপারে আমাদের সচেতন হওয়া উচিত।
সিভিল সার্জন রথিন্দ্রনাতের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার আশ্রারাফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরাকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক প্রদিপ কুমার দত্ত, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াস, জেলা আত্ম নিবেদিতা মহিলা সংস্থার পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে স্বাস্থ্য দিবেসের একটি র্যালি শহর পদক্ষিণ করে।
]আশিক বিন রহিম[/author]
: আপডেট ৩:০৬ পিএম, ৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ/এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur