দক্ষিণ কোরিয়ায় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি বুধবার (২ আগস্ট) থেকে শুরু হয়েছে। শুরুর দিনই এতে অংশগ্রহণকারী প্রায় ৪শ কিশোর-কিশোরী অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ে আরও প্রায় ২০০ জন। অতিরিক্ত দাবদাহের কারণেই এমনটা হয়েছে। চলতি বছর বিশ্ব স্কাউট জাম্বুরিতে প্রায় ৪৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার এসব কথা জানিয়েছেন।
জানা গেছে, চলতি বছর দক্ষিণ কোরিয়ার উত্তর জিওলা প্রদেশে বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। এবার এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার উত্তর জিওলা প্রদেশে দাবদাহের সতর্ক সংকেত আগে থেকেই জারি করা হয়েছে। বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
দাবদাহে শত শত অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় বিব্রত অবস্থার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া সরকার। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ওই অঞ্চলে কয়েকশ সামরিক ডাক্তার ও নার্স পাঠানো হয়েছে।
অসুস্থ হয়ে পড়া অধিকাংশ অংশগ্রহণকারীর মধ্যে মাথাব্যথা, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা গেছে। তাদের ক্যাম্পেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সূত্র : আল-জাজিরা
৪ আগস্ট ২০২৩
এজি