Home / চাঁদপুর / বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহে চাঁদপুরে আলোচনা সভা
বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহে চাঁদপুরে আলোচনা সভা

বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহে চাঁদপুরে আলোচনা সভা

‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজ পরিবার জ্বলবে আশার আলো’ এ শ্লোগানে চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুর শিশু একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেন।

এ সময় তিনি বলেন, ‘যারা বাবা রয়েছেন তারা সংসারের আয়ের জন্য নিয়োজিত থাকে। কিন্তুু মায়েরা সন্তানের লালন পালনের দায়িত্বে থাকে সন্তানকে কিভাবে ভালো কাজে এগিয়ে নিয়ে যাবে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হয়।’

তিনি আরো বলেন, ‘মায়ের ওপর নির্ভর করে সন্তানের পড়ালেখা । সমাজ গঠনে কি ভাবে করতে হবে সেদিকে মায়েরা লক্ষ্য রাখে। সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হলে মায়েদের অবদান গুরুত্বপূর্ণ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি বিএম হান্নান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক প্রমুখ ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বাল্য বিবাহ প্রতিরোধের দাবিতে মানববন্ধনে যোগদান করে।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহে চাঁদপুরে আলোচনা সভা

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply