চাঁদপুর

বিশ্ব শিক্ষক দিবসে চাঁদপুরে র‌্যালি ও সেমিনার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে বুধবার (৫অক্টোবর) বিকেলে ‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’ এ পতিপাদ্যকে নিয়ে সারা বিশ্বের ন্যায় বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই।

তিনি বলেন, ‘একজন শিক্ষক জাতি গঠনে গুরুত্বপুন ভূমিকা রাখছে। সেটা ছাত্র-ছাত্রী শিক্ষা জীবনে বুঝলেও পরবর্তী কর্ম জীবনে গিয়ে ভুলে যায় । শিক্ষকরা সব সময় সম্মান পাওয়ার অধিকার রয়েছে । শিক্ষকদের বেতন বহুলাংশে বৃদ্ধি করা প্রয়োজন । উন্নত রাষ্ট্রে শিক্ষকদের বেতন অন্যান্য বিভাগ থেকে অনেক বেশী। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের দাবী যথাযোগ্য বাস্তবায়ন করতে হবে । বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা ও উন্নয়নে কাজ করছে । এরই মধ্যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে ।’

এর আগে চাঁদপুর পৌর পাঠাগারের সম্মুখ থেকে র‌্যালি বের হলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবে এসে সেমিনারে মিলিত হয়।

চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল বাশার এর সভাপতিত্বে ও বলাখাল মুকবুল আহম্মেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন লিটনের পরিচালনায়, প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মানিক, চাঁদপুর পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাছ উদ্দিন, ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার, নিজমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আক্কাশ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহমেদ, বিষ্ণুদী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোস্তফিজুর রহমান, পশ্চিম সকদি মাদানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুকবুল আহমেদ, কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’ প্রতিপাদ্যটি উপস্থাপন করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর রনজিত কুমার বনিক।

করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১০:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ

Share