শিক্ষক দিবসের আলোচনা সভাশনিবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো-‘তরুণ শিক্ষকরাই এ পেশার
ভবিষ্যৎ’। এ প্রতিপাদ্য বিষয়ের ওপর জাতীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি,চাঁদপুর জেলা শাখা ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি,চাঁদপুর এর যৌথ আয়োজনে আলোচনা সভার উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় চাঁদপুর জেলার বিদগ্ধ শিক্ষক নেতৃবৃন্দ আলোকপাত করবেন।
শিক্ষকদেরকে শিক্ষক দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফায়াৎ আহমেদ ভূঁইয়া ও মাধ্যমিক সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি মো. বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ।
প্রেস বিজ্ঞপ্তি, ৪ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur