আজ ৩০ জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবার দ্বিতীয়বারের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ৩০ জুলাই দিনটিকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে এমন একটি দিবসের প্রয়োজন ছিল। এছাড়াও বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকাশিত ‘মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-২০১৭’তে দিবসটিকে উদযাপন করার উপর গুরুত্ব আরোপ করেছে।
ইউএসএইড বাংলাদেশ, উইনরক্ ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর , জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ আরও কয়েকটি সংগঠন যৌথভাবে সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়াও মানব পাচার বন্ধ করার আহ্বানসম্বলিত গণস্বাক্ষর সংগ্রহ এবং মানবপাচার প্রতিরোধ, ভিকটিমের সুরক্ষা ও অপরাধের বিচার ব্যবস্থাসম্বলিত তথ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ৩০ জুলাই ২০১৬, শনিবার