চাঁদপুর

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা বুধবার (৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশ্রাফ আহম্মেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধ ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াছ, জেলা তথ্যঅফিসার মো. নূরুল হক প্রমুখ।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share