সারা বিশ্বের ন্যায় চাঁদপুরেও বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৬ পালিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সমুজ্জ্বল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে শহরের চেয়ারম্যান ঘাট সংস্থার অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজয় মজুমদারে সভাপতিত্বে ও সংস্থার সাংগঠনিক সচিব নূর ইসলাম নুরু গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান হাজী মোঃ আশ্রাফ বাবু সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের পরিবারের সদস্য। তারা আমাদের ভাই-বোন, আমাদের সন্তান, আমাদের আপনজন। তাদেরকে সব সময় ভালোবেসে কাছে টেনে নিতে হবে এবং তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিঠু, আজাদ হোসেন মামুন, দপ্তর সম্পাদক সার্জেন্ট আবু তাহের, মহা সচিব ইমতেয়াজ উদ্দিন মাছুম, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। প্রতিবন্ধীদের মধ্যে উপস্তিত ছিলেন সদস্য নাজমুল হক টিটু গাজী, হাসান দর্জি, চুন্নু মিয়াজী, সেরাজল বেপারী, বাবুল সর্দার, জহিরুল ইসলাম, ইউনুস খাঁ, মহিলা সম্পাদিক সুমাইয়া, সেলিনা প্রমুখ।
প্রসঙ্গত, সমুজ্জ্বল প্রতিবন্ধী কল্যান সংস্থাটি ২০০৩ সাল থেকে অদ্য পর্যন্ত দুঃস্থ্য অসহয়া প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছে।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur