চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, জেলা স্বাউটকসের কমিশনার অজয় কুমার ভৌমিক, বাবুরহাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম সাহা, গনি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ।
সভায় চাঁদপুরে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১ জুন জেলা শিশু একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৫ জুন সকালে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হবে।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এসময় উপস্থিত জেলা প্রশাসন , জেলা পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur