আশিক বিন রহিম ॥
‘বিশ্ব নাট্যদিবস’ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর র্যালী, আলোচনা ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ রোববার বিকেলে শিল্পকলা একাডেমী থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে রাত সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দেলওয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীরর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. পীযূষ কান্তি বড়ুয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
পরে বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে, সৌম্য সালেকের নাট্যরূপ ও শরীফ চৌধুরীর নির্দেশনায় রেপার্টরি নাট্যদলের নাটক ‘আমরা তিনজন’ নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শরীফ চৌধুরী, হারুন উর রশিদ ডাক্তার, নূরে আলম নয়ন, রুনা আক্তার আশা, অভিজিত, শরীফুল ইসলাম, হ্যাপি আক্তার, সাব্বির, মিলন, শান্ত সূত্রধর।
||আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ২৭ মার্চ ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর