বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যের আলোকে, বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। রোববার (১ জুন) সকাল ১২ টায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে, চাঁদপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন। তিনি বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ, মেধাবী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা জরুরি। আর এই পুষ্টির অন্যতম উৎস হচ্ছে দুধ। দুধ কেবল শরীর গঠনের উপাদান নয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” জেলা প্রশাসক আরও বলেন, “প্রাণিসম্পদ খাত আমাদের দেশের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। শুধু পুষ্টি নয়, দুধ ও দুগ্ধজাত পণ্যের মাধ্যমে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য নিরসনে বড় অবদান রাখা সম্ভব। সরকার এ খাতে গুরুত্ব দিয়ে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে, যার সুফল এখন গ্রামীণ খামারিরাও পাচ্ছেন।”
তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে নতুন প্রজন্মের সম্পৃক্ততা অত্যন্ত ইতিবাচক। তারা ছোটবেলা থেকেই যদি পুষ্টির গুরুত্ব বোঝে, তবে ভবিষ্যতে আমরা আরও সুস্থ, সবল ও সচেতন জাতি হিসেবে গড়ে উঠতে পারব।”
অনুষ্ঠানটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর এবং সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), চাঁদপুর সদর। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, খামারি, ভেটেরিনারি চিকিৎসক, প্রাণিসম্পদ সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দুধের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক:মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১ জুন ২০২৫