বিশ্ব তামাক মুক্ত দিবসে চাঁদপুরে র‌্যালি-আলোচনাসভা

বিশ্ব তামাক মুক্ত দিবসে চাঁদপুরে সিভিল সার্জনের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা মঙ্গলবার (৩১ মে) সকালে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুর সবুর মন্ডল বলেন, অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে ধূমপান করলে টেনশন মুক্ত হওয়া যায়। মূলত এ কারণেই অনেকে ধূমপান করে থাকেন। এ ধারণা তাদের পরিহার করতে হবে। আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস। শুধুমাত্র ঘরোয়া আলোচনায় এ দিসটির সফলতা আসবে না।’

তিনি বলেন, ‘এর থেকে পরিত্রান পেতে হলে আমাদের আরো বেশী সচেতনতামূলক অনুষ্ঠান করতে হবে। যতোবেশী জনসচেতনতা বাড়ানো যাবে ততোবেশী সফলতা আসবে। পাশাপাশি প্রকাশ্যে ধূমপান বন্ধকরণে বেশী করে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।’

হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা বিএমএ সভাপতি ডা. হারুনুর রশীদ সাগর প্রমুখ।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি শহর পদক্ষিণ করে।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ পিএম, ৩১ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share