ঘড়ির কাঁটার সঙ্গে এক সেকেন্ড যুক্ত হয়েছে আজ। সূর্যের আহ্নিক গতি ধীরে ধীরে কমে আসার কারণে এই সমন্বয়। নাসার তথ্য অনুযায়ী, আজকের দিনটির মেয়াদ অন্যদিনগুলোর চেয়ে এক সেকেন্ড বেশি হবে। কিন্তু এই ঘড়ি সমন্বয় কোনো প্রভাবই ফেলছে না বাংলাদেশে। খোঁজ নিয়ে দেখা গেছে, এখানে মান সময় নির্ধারণে কোনো মান ঘড়ি বলে কিছু নেই।
ধীরে ধীরে গতি কমছে পৃথিবীর। ফলে বাড়ছে দিনের দৈর্ঘ্য। এর মূল কারণ, পৃথিবী, চাঁদ আর সূর্যের মধ্যে অভিকর্ষের টান। ঘড়ির কাটা ঠিক রাখতে তাই কোনও কোনও বছরে যোগ করতে হয় একটি সেকেন্ড, যা লিপ সেকেন্ড নামে পরিচিত।
মঙ্গলবার রাত রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই পয়লা জুলাইয়ের সূচনা হয় নি। এর জন্য বিশ্বের সর্বত্র আরও এক সেকেন্ড অপেক্ষা করতে হয়েছে। কিন্তু আমাদের দেশে কোনো মান ঘড়ি নেই বলে এর কোনো প্রভাব এখানে অনুভূত হয় নি।
আজ রাতে গ্রিনিচের মান ঘড়িতে ২৩ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পর সেকেন্ড ও মিনিটের ঘরগুলো জিরো জিরো হবে না।
উনষাটের পর ষাট ডিজিট দেখানো হয় ঘড়িতে।
এর আগে, ১৯৭২ সালে প্রথম লিপ সেকেন্ড যোগ করা শুরু হয়। সর্বশেষ ২০১২ সালের ৩০ জুন লিপ সেকেন্ড হিসেবে এক সেকেন্ড যোগ করা হয়।
ইন্ডিপেন্ডেন্ট টিভির সৌজন্যে ভিডিও লিংক-