বিশ্ব কেরাত প্রতিযোগিতায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা হাফেজ ইয়াকুব বিশ্ব কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে।
বিশ্বের ২৮ দেশের ১০ বছর বয়সী কারিদের নিয়ে অনুষ্ঠিত কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল জীম টিভির কেরাত ও হিফজ রিয়েলিটি শো’তে অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি কিশোর হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।
কাতারের এইবারের আসরে গিয়েছিলেন বাংলাদেশের ৪ কিশোর কারি। তাদের মধ্যে হাফেজ ইয়াকুব হোসাইন তাজ ঢাকার তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র। হাফেজ ইয়াকুব হোসাইন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মো. হোসাইনের ছেলে।
এর আগে হাফেজ ইয়াকুব হোসাইন তাজ এ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ৯৬ দেশের প্রতিযোগীদের মাঝে ৫ম স্থান অধিকার করেছিলেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০৫ এ.এম ১ এপ্রিল,২০১৮রোববার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur