আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতি বছর এই দিনটি এইচআইভি/এইডসে মারা যাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানানো এবং বর্তমানে ভাইরাস নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রদর্শনের দিন হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে ২০২৫ সালের মূল বার্তা হলো, ‘চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এইচআইভি মোকাবিলায় অগ্রগতি থাকলেও এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ২০২৪ সালের শেষে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। একই বছরে নতুন সংক্রমণ প্রায় ১৩ লাখ এবং এইডস-সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ।
চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন প্রায় ৯২ লাখ মানুষ। শিশু, কিশোর-কিশোরী, অন্তঃসত্ত্বা নারী এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠী এখনও সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, অর্থসংকট ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে, এবং বৈষম্য এখনও সবচেয়ে বড় বাধা হিসেবে রয়ে গেছে।
তবে নতুন গবেষণার ফলাফল আশার আলো দেখাচ্ছে। দীর্ঘমেয়াদি ইনজেকশন ভিত্তিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ অনেকের জন্য সহজ ও টেকসই চিকিৎসার সুযোগ তৈরি করছে। বিশ্ব এইডস দিবস মনে করিয়ে দেয়, এইডস মোকাবিলা শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি মানবিক অধিকার এবং ন্যায়, সমতা ও সম্মানের বিষয়।
১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর বিশ্বজুড়ে এই দিবস পালিত হচ্ছে। বাংলাদেশেও দিবসটি পালন উপলক্ষ্যে নানা সচেতনতামূলক উদ্যোগ নেয়া হয়।
জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলের জন্য টেকসই রাজনৈতিক নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার-কেন্দ্রিক পদ্ধতির আহ্বান জানিয়েছে।
১ ডিসেম্বর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur