গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে তাদের মৃত্যু হয়েছে।
তারা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) এবং গাজীপুর মেট্রো সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তালেব (৯০)। নুরুল হক তাবলিগ জামাতের গাজীপুর মারকাজের সুরা সদস্য ছিলেন। বাদ জোহর ইজতেমা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর বলেন, ‘সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান আবু তালেব। পাশাপাশি নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। সকালে ইজতেমা মাঠের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর সেখানেই মারা যান। দুপুরে জোহরের নামাজের পর ইজতেমা মাঠে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বার্তা কক্ষ, ১২ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur