করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৪ লাখ ৫০ হাজার। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২১ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
আজ বুধবার ২৫ আগস্ট সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপি করোনাভাইরাসে আক্রান্ত ২১ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৪১৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৪ লাখ ৫০ হাজার ৪০৮ জন।
এতে আরও বলা হয়েছে,করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩০ হাজার ৬৬৩ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ১১০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন দুই কোটি ৬১ লাখ চার হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৭৪২ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৪৯৯ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৬২৫ ডোজ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন।
বার্তা কক্ষ , ২৫ আগস্ট ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur