আন্তর্জাতিক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা ১৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ছাড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ১২৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৪১ হাজার ১২৮ জনে দাঁড়ালো। এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৫ লাখ ৬৭ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছে এবং ৯ হাজার ৫২১ জন মারা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের উপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাত্যহিক মোট আক্রান্তের ৩০ শতাংশেরও বেশি (১ লাখ ৭৫ হাজার ৬১৪ জন) দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে আক্রান্ত হয়েছে। এরপরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে এক লাখ ৫৯ হাজার ১৬৩ জন এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এক লাখ ৫৩ হাজার ৫৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ঢাকা চীফ ব্যুরো, ১৪ এপ্রিল, ২০২১;

Share