জাতীয়

বিশ্বে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

‎Tuesday, ‎May ‎26, ‎2015   11:40:22 PM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক  :

বরাবরের মতো বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তালিকার ৫৯ নম্বরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিনটি মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে। বিভিন্ন রকম তালিকা প্রকাশের জন্য ফোর্বস প্রকাশনা বিখ্যাত। খবর ফোর্বস ডট কমের।

ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় এবার ৫৯তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ছিলেন ৪৭ নম্বরে। ২০০৯ সালে ক্ষমতাধর নারীর তালিকায় ৭৮তম স্থানে ছিলেন শেখ হাসিনা। টানা পঞ্চমবারের মতো এ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অ্যাঞ্জেলা মার্কেল।

এ বছর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। তিনি তালিকায় গত বছর ছিলেন ষষ্ঠ অবস্থানে।

এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।

তালিকায় চার নম্বরে স্থান পাওয়া ক্ষমতাশালী নারী হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলিন, যিনি গত বছর ছিলেন দ্বিতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ম্যারি বারা।

ক্ষমতাধর নারীর এবারের তালিকায় আরো যারা রয়েছেন : ষষ্ঠ-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ, সপ্তম- ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, অষ্টম-ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সেরিল স্যান্ডবার্গ, নব্ম- ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি ও দশম-মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

ফোর্বসের এ তালিকা তৈরিতে বিশ্বে নীতি নির্ধারণীতে প্রভাব, কী পরিমাণ অর্থ নিয়ন্ত্রণ কিংবা অর্জন করেন এবং গণমাধ্যমে উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করে নম্বর দেওয়া হয়।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share