দুই সপ্তাহ পর আবারও বিশ্বে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হল। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজার ২৩৭ জনের করোনা আক্রান্তের রেকর্ড করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার করোনা পরিস্থিতি নিয়ে প্রকাশিত রিপোর্টে এ তথ্য পেয়েছে ডব্লিউএইচও। এ পর্যন্ত গোটা বিশ্বে মোট ২ কোটি ১৩ লাখ ৯৪ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ভারতে সর্বোচ্চ ৬৫ হাজারের বেশি করোনা রোগী পাওয়া গেছে।
এর আগে বিশ্বে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছিল ৩১ জুলাই। ওই দিন করোনা পজিটিভ হয়েছিল ২ লাখ ৯২ হাজার ৫২৭ জনের।
ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্তের নতুন রেকর্ডের দিনে সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৯৮৫ জন। তাতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৭৮৬ জন।
আক্রান্তের সংখ্যায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সেখানে ৫৩ লাখ ৬০ হাজারের বেশি সংক্রমণ হয়েছে। ৩৩ লাখ ১৭ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তাদের পরে আছে ব্রাজিল এবং ভারতে মোট রোগী ২৫ লাখ ২৬ হাজার পেরিয়ে গেছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পথে। আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার দেশে অনেক কম। ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে।
শনিবার বিকেলে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
বার্তা কক্ষ,১৬ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur