বিশ্বব্যাপি চলমান করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৫১৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ চার হাজার ১১৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৭ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৩৬৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৪ হাজার ৮২৭ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্তের সংখ্যা ১ কোটি পাঁচ লাখ ৪১ হাজার ৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১২ হাজার ৭৩৩ জন পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ১২ হাজার ৭৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৬০৫ জনে।
এদিকে,ব্রাজিলে এ পর্যন্ত 2 কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৮ হাজার ২৮৬ জন।
বাংলাদেশ পরিস্থিতি
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছে আরও ১৩৪ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনে পৌঁছেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০,৫২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ দিন শনাক্তের হার এক দশমিক ২৭ শতাংশ। এর আগে মঙ্গলবার দেশে করোনা শনাক্তের হার ছিলো ১.১১%।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.১৯%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯%।
এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৯২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.৪%।
বার্তা কক্ষ
২৪ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur