আন্তর্জাতিক

বিশ্বে আক্রান্ত ৮ লাখ ৮৮ হাজার

সারা পৃথিবীতে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ১৭ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে সাড়ে ৮ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ছুঁইছুঁই। সরকারি হিসেবে, আক্রান্তের সংখ্যা ৮ কোটি সাড়ে ৯৩ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৯ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮ পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯ লাখ ২১ হাজার ৯৯৫ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৮১৪ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ৮৯৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৮০ লাখ ১৫ হাজার ৯২০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৩ লাখ ৫৫ হাজার ৭৯৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (২৭ লাখ ৪৭ হাজার ১৩৫ জন), তুরস্ক (২৩ লাখ ৭ হাজার ৫৮১ জন), ইতালি (২২ লাখ ৩৭ হাজার ৮৯০ জন), স্পেন (২০ লাখ ৫০ হাজার ৩৬০ জন) ও জার্মানি (১৮ লাখ ৯৫ হাজার ১৩৯ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ১ হাজার ৫৪২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৩২ হাজার ৬৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৭৯ হাজার ৮৩৩ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৭৭ হাজার ৯৯১ জন), ফ্রান্স (মৃত্যু ৬৭ হাজার ৪৩১ জন), রাশিয়া (মৃত্যু ৬০ হাজার ৯১১ জন), ইরান (মৃত্যু ৫৬ হাজার ১৮ জন) ও স্পেন (৫১ হাজার ৮৭৪ জন)।

এছাড়া কলম্বিয়ায় ৪৫ হাজার ৪৩১ জন (১১তম), আর্জেন্টিনায় ৪৪ হাজার ২৭৩ জন (১২তম), জার্মানিতে ৪০ হাজার ৪০১ জন (১৩তম), পেরুতে ৩৮ হাজার ১৪৫ জন (১৪তম), দক্ষিণ আফ্রিকায় ৩২ হাজার ৪২৫ জন (১৫তম), পোল্যান্ডে ৩০ হাজার ৫৭৪ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ২৩ হাজার ৭৫৩ জন (১৭তম), তুরস্কে ২২ হাজার ৪৫০ জন (১৮তম), বেলজিয়ামে ১৯ হাজার ৯৩৬ জন (১৯তম) ও ইউক্রেনে ১৯ হাজার ৫৮৮ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আন্তজার্তিক ডেক্স , ৯ জানুয়ারি ২০২১
এজি

Share