বিশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের ১১৭ তম জন্মদিন পালন!

শুনলে বিশ্বাস নাও হতে পারে। প্রশ্ন উঠতেই পারে, এমনও হয় নাকি? তবে হ্যাঁ, এটা সত্য।

মঙ্গলবার বিশ্বের সবচেয়ে প্রবীণ সদস্য তার ১১৭ তম জন্মদিন পালন করেন। ইতালিয়ান এই মহিলা আনুষ্ঠানিকভাবে মোমবাতি নিভিয়ে তার এই অবিস্মরণীয় দিনটিকে উৎযাপন করেন।

জানা যায়, এমা মোরানো নামক এই মহিলা ইতালির প্রেসিডেন্ট সার্জিয়ো মাতারেলার কাছ থেকে সংবর্ধনা পান। মঙ্গলবার সকালবেলা তাকে দেখতে তার দুটি ভাগ্নি এবং তার বহুদিনের পুরনো চিকিৎসক দেখা করতে আসে। তিনি তারপর ১১৭ অক্ষর বসানো তিনটি মোমবাতিতে ফুঁ দিয়ে দিনটি শুরু করেন।

কিছুক্ষণ পর কিছু সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে এলে তিনি ধৈর্য সহকারে সকল প্রশ্নের উত্তর দেন। মে মাসের বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খোঁজে এমা মোরানোর নাম উঠে আসে। তার জন্ম ১৮৯৯ সালে এবং ধারণা করা হচ্ছে যে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ।(ইউএনবি)

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :২৭পিএম, ০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এজি/ এইউ

Share