Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিশ্বরোডের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশ্বরোডের

কচুয়ায় বিশ্বরোডের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের কচুয়ায় সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে কচুয়া উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কচুয়া বিশ্বরোডের সুলতানা পেট্রোল পাম্প থেকে কড়ইয়া ব্রিজের মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের দু’পাশের বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান সড়কের পাশ দখল করে রাখায় যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, হাজিগঞ্জ-কচুয়া-সাচার গৌরীপুর সড়কটি ব্যস্ততম একটি সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই রুটে। সড়কের পাশে অবৈধ দোকান থাকার কারণে দীর্ঘদিন ধরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এসব সমস্যা সমাধান করতেই আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী আবু হানিফ প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ সেপ্টেম্বর ২০২৫