মহামারি করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ২৭ সেপ্টেম্বরের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে স্ব স্ব বিশ্ববিদ্যালয়। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকার জন্য নিবন্ধন নিশ্চিত করতে হবে।
যাদের এনআইডি নাই তারা জন্ম নিবন্ধন দিয়ে টিকার জন্য নিবন্ধন করবেন। এ বিষয়টি দেখভাল করবে ইউজিসি।
বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য (ভিসি) এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চু্য়াল মাধ্যমে এই বৈঠক শুরু হয়।
এর আগে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur