সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, ‘শেখ হাসিনা হাজার বছরের বাঙালির ইতিহাসে একটি মঙ্গল প্রদীপ। তিনি বাঙালি জাতিসত্ত্বার আলোকবর্তিকা। তিনি জন্মেছিলেন বলেই বাঙালি আজ পৃথিবীর বুকে মাঁথা উচু করে দাঁড়িয়েছে। তাই তাঁর জন্মদিনে বিশেষ ও আনুষ্ঠানিকতা পালন, নিজকে আবিষ্কারের দিন।’
শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল আমিন রুহুল বলেন, ‘জননেত্রী থেকে শেখ হাসিনা এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ।’
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু জাফর সরকার ডালিম,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আক্তারুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক