খেলাধুলা

বিশ্বনবীর (সঃ) স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মসজিদে মুশফিকুর রহিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম পবিত্র উমরাহ পালনের পর এখন মদীনা মুনাওয়ারায় অবস্থান করছেন। সোমবার তিনি বিশ্বনবীর (স) স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মসজিদে নববীর সামনে অবস্থানরত একটি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন। এ সময় তিনি পাঞ্জাবি-টুপি পরে ছিলেন।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন মদীনা … আলহামদুলিল্লাহ।

এদিকে, ফেসবুকে মুশফিকুর রহিমের এ ছবিটি এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রথম ১৭ ঘণ্টায় ৪৯ হাজার মানুষ লাইক দিয়ে মুশফিককে শুভ কামনা জানিয়েছেন। এছাড়াও ওই ছবিটিতে ছয় শতাধিক মানুষ নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি ছবিটি শেয়ার করেছেন চার শতাধিক মানুষ।

প্রসঙ্গত, জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ছুটিতে আছেন। আসছে জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। আর এই জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। তার আগেই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

Share