প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটারদের আগামী ৮ মার্চ সংবধর্না দেবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি শনিবার ২৯ ফেব্রুয়ারি রাতে এ তথ্য জানিয়েছেন।
গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্কাপের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে ভারতকে পরাজিত করে প্রথমবারের মতো কোনো খেলার বিশ্বকাপ ট্রফি জিতে ইতিহাস গড়ে।
ওই দিনই জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুকন্যা তাদের সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন। শনিবার রাতে নির্ধারণ করা হলো কাঙ্ক্ষিত সেই সংবর্ধনার দিনক্ষণ।
প্রথমে বাইরে খোলা জায়গায় এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু নতুনভাবে গণভবনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বৃষ্টি-বাদলের কারণে বাইরে অনুষ্ঠান করলে বিঘ্ন ঘটতে পারে। তাই ক্রিকেটারদের গণভবনে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৮ মার্চ বিকেল ৪টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান।
ঢাকা ব্যুরো চীফ,১ মার্চ ২০২০