Home / আন্তর্জাতিক / বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে
death-

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এই সংখ্যা ৯৫ হাজার ৫৭ জন। এই সময় পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৫ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪০ হাজার ৬৩০জন।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৭ হাজার ৬৬৯ জন নিয়ে প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১০ হাজার ৯৭, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে—চার লাখ ৩২ হাজার ৫৯৬। এর পরে আছে স্পেন—এক লাখ ৫২ হাজার ৪৪৬। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইতালি (এক লাখ ৩৯ হাজার ৪২২), জার্মানি (এক লাখ ১৩ হাজার ২৯৬) ও ফ্রান্স (৮৩ হাজার ৮০)।

এদিকে বাংলাদেশে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ ও মৃতের সংখ্যা ২১ জন। দেশে সুস্থ হয়েছে ৩৩ জন।