আন্তর্জাতিক

বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ মানুষ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে গত একদিনে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। একদিনে ৬ হাজার ৭৭০ জন লোকের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ সাড়ে ৬২ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৩০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬৯ হাজার ১২০ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭৩ জন।

আজ দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এক লাখ সাড়ে ২৫ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। মারা গেছেন ৬৪১ মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ২ লাখ সাড়ে ৪৪ হাজার। আক্রান্ত ১ কোটি ৪ লাখ ২১ হাজারের বেশি।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৫৪৮ মৃত্যু হয়েছে ফ্রান্সে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজার ছুঁলো। সাড়ে ৪০০ বেশি মৃত্যু রেকর্ড করেছে ইরান ও ভারত। ইতালি, আর্জেন্টিনা, রাশিয়াতেও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী। মৃত্যু এক লাখ ৬৩ হাজার ছুঁইছুঁই ব্রাজিলে; মেক্সিকোতে ৯৩ হাজারের বেশি।

বার্তা কক্ষ,১০ নভেম্বর ২০২০

Share