আফগানিস্তানে গঠিত নতুন তালেবান সরকারকে চীন জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। আফগানিস্তানে শৃঙ্খলা ফেরানোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। গত সপ্তাহে আফগানিস্তানকে ‘ইসলামি আমিরাত’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
সরকার গঠনের পরপরই আফগানিস্তানে ২০০ মিলিয়ন ইউয়ান বা প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি ১৮ লাখ টাকারও বেশি। চীনা সহায়তার মধ্যে থাকবে খাবার এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার এখনও বহু বাকি। তবে তালেবানের সঙ্গে সম্পর্ক স্থানে বেশি সময় নেয়নি চীন।
ওয়াং ই এসব দেশকে আফগানিস্তানকে সাহায্য করতে সহায়তার আহ্বান জানান। তিনি জানান চীন আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি মার্কিন সেনারা আফগানিস্তানকে ধ্বংসস্তুপ বানিয়ে ছেড়েছে।
তালেবান কর্মকর্তারা চীনকে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছেন। তারা মনে করেন চীনা বিনিয়োগ ও সহায়তায় পুনর্গঠিত হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।