খেলাধুলা

বিশ্বকাপ বাছাই খেলতে কাতারের পথে বাংলাদেশ ফুটবল দল

আগামী ০৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই উদ্দেশ্যে কাতারের জন্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রওয়ানা হয়েছে জাতীয় ফুটবল দল।

এর আগে এই ম্যাচের জন্য ২৭ সদদ্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এরইমাঝে দুঃসংবাদ শুনতে হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক ও হাঁটুর ইনজুরির কারণে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন দলের সঙ্গী হতে পারেননি।

এছাড়া নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনা পজিটিভ হওয়া কোচ জেমি ডে’ও যেতে পারেননি।

আগামী তিন দিন পর অবশ্য মানিকের আবার করোনা পরীক্ষা করা হবে। ফলাফল যদি পজিটিভ আসে তবে তার পরিবর্তিত ফুটবলারের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন জাতীয় দলের কোচ জেমি ডে।

বার্তাকক্ষ,১৯ নভেম্বর,২০২০;

Share